বাড়িতে শৌচালয়ের প্রয়োজনীয়তা নিয়ে ক্রমশ সজাগ হচ্ছেন ভারতের মহিলারা৷ শৌচালয় না থাকায় হবু বরের সঙ্গে বিয়ে ভেঙে দিয়েছেন এমন ঘটনাও প্রকাশ্যে এসেছে৷ শৌচালয় নেই বলে স্বামীর সঙ্গে বিচ্ছেদ চাইতে পিছপা হচ্ছেন না স্ত্রীরা৷ এবার শৌচালয় নির্মাণের দাবিতে শ্বশুরকে পুলিশ স্টেশনে টেনে নিয়ে গেল বৌমা৷ ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের মুজফফরপুর জেলার মিনাপুর ব্লকের৷
মুজফফরপুর মহিলা থানার অফিসার-ইন-চার্জ সংবাদসংস্থা পিটিআইকে জানান, গত ২৫শে সেপ্টেম্বর ওই মহিলা তার শ্বশুর ও ভাসুরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন৷ তার অভিযোগ,বাড়িতে শৌচালয় তৈরির ব্যাপারে তার কোনও অনুরোধেই তারা কান দিচ্ছেন না৷ সেই কারণে তাকে বাপের বাড়িতে থাকতে হচ্ছে৷ তামিলনাড়ুতে কর্মরত স্বামী ফিরে এলে তবেই তিনি শ্বশুরবাড়ি যান৷ স্বামী কাজে ফিরে গেলে তাকেও বাপেরবাড়ি ফিরে যেতে হয়৷
সমস্যার সমাধানে কোনও পথ না খুঁজে পেয়ে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা৷ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর শ্বশুর ও ভাসুরকে থানা থেকে ডেকে পাঠানো হয়৷ তাতে ফলও মেলে হাতে নাতে৷ থানায় এসে বন্ডে সই করেন শ্বশুড়৷ তিনি জানান, তাড়াতাড়ি শৌচালয় তৈরির কাজ শুরু করবেন তিনি৷ এরপরই অভিযোগ প্রত্যাহার করে নেন ওই মহিলা৷
বিডি-প্রতিদিন/ ১ অক্টোবর, ২০১৭/ তাফসীর