ফ্রান্সের মার্সেই শহরের প্রধান ট্রেন স্টেশনে ছুরি হামলায় এক নারী নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী এর পরই আক্রমণকারীকে গুলি করে হত্যা করে।
বার্তা সংস্থা বিবিসির খবরে বলা হয়েছে, হামলার সময় ওই ব্যক্তি 'আল্লাহু আকবর' বলে চিৎকার করে। তবে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, আক্রমণকারীকে নিরাপত্তা বাহিনী গুলি করার আগে সে দু'জন লোককে হত্যা করে।
দক্ষিণ ফ্রান্সের শহর মার্সেই-এর সেন্ট চার্লস স্টেশনে এ ঘটনা ঘটে। পুলিশ স্থানীয়দের ওই এলাকাটি এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। অন্যদিকে স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কোলোম্ব জানান, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/০১ অক্টোবর ২০১৭/আরাফাত