স্পেন সরকার কাতালান অঞ্চলের স্বাধীনতার ওপর একটি বিতর্কিত গণভোট বাতিল করার ডাক দিয়েছে।
এই ভোট বন্ধ করতে পুলিশের অভিযান চালানোর পর ব্যাপক সহিংসতা হয়। এরপরই এই আহ্বান জানানো হলো।
বার্সেলোনার মেয়র আডা কোলাউ বলেছেন, সহিংসতায় চারশোরও বেশি মানুষ আহত হয়েছেন। তিনি নিরস্ত্র মানুষের ওপর তার ভাষায় 'পুলিশের হামলা' বন্ধ করার আহ্বান জানান।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পুলিশ গণভোটের ব্যালট বাক্স বাজেয়াপ্ত করতে গেলে জনতা তাদের ওপর পাথর ছুঁড়তে থাকে, এতে ১১ জন পুলিশ অফিসার আহত হয়।
মন্ত্রীরা এই গণভোটকে প্রহসন বলে আখ্যায়িত করেছেন, এবং রাবার বুলেট ও লাঠি ব্যবহার সমর্থন করেছেন।বিবিসি
বিডি প্রতিদিন/০১ অক্টোবর ২০১৭/আরাফাত