ইন্দোনেশিয়ার বালি দ্বীপের আগ্নেয়গিরি 'মাউন্ট আগুং' যেকোন সময় জেগে উঠতে পারে। গত ৫০ বছর ধরে ঘুমন্ত ছিল এই আগ্নেয়গিরি। সেই ঘুম ভেঙেই জেগে উঠতে পারে এটি! পাঁচ দশক ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরির জেগে ওঠার আশঙ্কায় ইতিমধ্যেই কমপক্ষে ৫০,০০০ স্থানীয় বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।
সংবাদ সূত্রে জানা যায়, যেহেতু আগ্নেয়গিরির আওতার মধ্যে ৬০,০০০–রও বেশি মানুষ বাস করে তাই সংখ্যাটা আরও বাড়বে। তবে অনেকেই এখনো নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে চাইছেন না। কারণ ৫০ বছর পর জেগে ওঠার আশঙ্কা জাগিয়ে গত আগস্ট থেকে আগ্নেয়গিরি বিপজ্জনকভাবে কাঁপতে শুরু করলেও এখনও অগ্ন্যুৎপাত শুরু হয়নি। স্থানীয় বাসিন্দারা নিজেদের জমি, শস্য এবং গবাদি পশুদের চিন্তাও করছেন বলে মনে করছেন বিপর্যয় মোকাবিনা কর্মীরা। তবে গত শুক্রবার থেকে আগ্নেয়িগিরির বিস্ফোরণের আশঙ্কা বেড়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা
বিডি প্রতিদিন/এ মজুমদার