ক্ষমতার অপব্যবহার ও ঋণ খেলাপির অভিযোগে ভিয়েতনামের একটি ব্যাংকের সাবেক প্রধানের ফাঁসির নির্দেশ দিয়েছে দেশটির আদালত। ওসানব্যাংকের সাবেক প্রধান নুয়েন সুন সন তহবিল তছরুপ, ক্ষমতার অপব্যবহার ও অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। একই অভিযোগে ব্যাংকটির আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
ওসানব্যাংকের মোট ৫১ কর্তার বিরুদ্ধে প্রায় সাত কোটি মার্কিন ডলার বেহাত করার অভিযোগে এই মামলা হয়। এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলির একটি ভিয়েতনামে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার পর ওসানব্যাংকের কর্মকর্তাদের এই অর্থ কেলেঙ্কারি প্রশাসনের নজরে আসে। দেশটির অর্থনীতি চাঙা করতে ভিয়েতনাম সরকার কড়া পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, এটাই তার প্রমাণ। কেননা, বিশ্বের যেসব দেশে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়ার হার বেশি ভিয়েতনাম তার একটি। কিন্তু এত উচ্চ পর্যায়ের একজন সাবেক কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়ার ঘটনা সম্ভবত এটাই প্রথম। খবর কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার