স্প্যানিশ সরকারের বাধার মুখেই স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে কাতালানরা। ভোটার সংখ্যা ছিল ২৩ লাখ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, স্বাধীনতার পক্ষে ৯০ ভাগ ভোট পড়েছে। স্পেনের আদালত অবৈধ আখ্যা দিলেও গতকাল রবিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
আমেরিকার নিউ ইয়র্ক টাইমস জানায়, স্পেন সরকারেরর নির্দেশের পুলিশ ভোটগ্রহণে বাধা দিলে আহত হন প্রায় ৭৫০ মানুষ। পুলিশ নির্বাচনী কেন্দ্রগুলো থেকে ব্যালট পেপার ও বাক্স জব্দ করে। এরইমধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করা হয়। রবিবার মধ্যরাতে ফল ঘোষণা করা হয়।
স্পেনের উত্তরপূর্বাঞ্চলীয় এলাকা কাতালোনিয়ার রাজধানী ও সবচেয়ে বড় শহর বার্সেলোনা। গত জুনে কাতালোনিয়া কর্তৃপক্ষ স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছিল। তবে তারও পাঁচ বছর আগে থেকে স্বাধীনতা দাবি করে আসছে এ অঞ্চলের মানুষরা।
বিডি প্রতিদিন/২ অক্টোবর, ২০১৭/ফারজানা