ভারতে গাড়িতে তুলে ধর্ষণ, বাড়িতে ঢুকে ধর্ষণ, মাঠে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ যেন সাধারণ ঘটনা। কিন্তু বিকৃতকাম মানুষের দল তাদের লালসা চরিতার্থ করতে, পদপিষ্ট হয়ে মৃত্যুপথযাত্রী মেয়েদেরও যে ছাড় দেয় না, তা বোধ হয় কারও কল্পনাতেও ছিল না। বাস্তবে সেটাই ঘটেছে মুম্বাইয়ের এলফিনস্টন স্টেশনের ফুট ব্রিজে ২২ জনের মৃত্যুর ঘটনার সময়।
এক মুমূর্ষু নারীর শ্লীলতাহানির ভিডিও ফুটেজ জমা পড়েছে মুম্বাই পুলিশের হাতে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ঘটনায় আহত এক মহিলার শ্লীলতাহানি করছে উদ্ধারকাজের সময় সেখানে দাঁড়িয়ে থাকা এক যুবক। সোশ্যাল নেটওয়ার্কেও ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।
প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানিয়েছেন, ফুটেজে একজন নারীর ছবি ধরা পড়লেও, আরও কাউকে কাউকে একই ধরনের ঘটনার শিকার হতে হয়েছে। মৃতের পকেট থেকে মানিব্যাগ বের করে নেওয়া বা গা থেকে গয়না খুলে নেওয়ার ঘটনাও ঘটেছে। এই সব ঘটনা সবটাই ঘটেছে উদ্ধারকাজের সময়।
গত শুক্রবারের সেই মর্মান্তিক ঘটনায় পর দিন আরও এক জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতাল সূত্রে জানানো হয়েছে যে, শনিবার সকালে সত্যেন্দ্রকুমার কানোজিয়া নামে গুরুতর জখম এক ব্যক্তি মারা যান। মৃতদেহ ইতিমধ্যেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্য দিকে, এখনও কয়েকজন আহতের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১ অক্টোবর, ২০১৭/ তাফসীর