যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের কনসার্টে বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত দুই শতাধিক লোক আহত হয়েছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
উল্লেখ্য, স্থানীয় সময় রবিবার রাত ১০-টার দিকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এ হামলার ঘটনা ঘটে। এ নিয়ে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
সোমবার সকালে পুলিশ জানায়, হামলাকারী লাস ভেগাসেরই বাসিন্দা। তবে এর বেশি কিছু তারা জানায়নি।
প্রায় এক ঘণ্টা এলোপাতাড়ি গুলি ছোড়ার এক পর্যায়ে পুলিশ তাকে গুলি করে হত্যা করে। লাস ভেগাসের মেট্রো পুলিশ শেরিফ জোসেফ লোম্বার্ডো বলেন, 'হামলায় ২০০ জনের বেশি আহত হয়েছে। নিহত হয়েছে ৫০-এর বেশি। '
বিডিপ্রতিদিন/ ২ অক্টোবর, ২০১৭/ ইমরান জাহান