যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের কনসার্টে ‘খাঁটি শয়তান’ হামলা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক শোক ভাষণে এই মন্তব্য করেন তিনি।
রবিবার ওই কনসার্টে বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত পাঁচ শতাধিক লোক আহত হয়েছেন বলে জানিয়েছে সিএনএন।
শোক ভাষণে ট্রাম্প বলেন, ‘দুঃখ, আকস্মিকতা ও বেদনায়’ জাতি ঐক্যবদ্ধ। এসময় তিনি বুধবার নেভাদাতে যাওয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, স্বজন হারাদের ব্যথা অনুধাবন করতে পারব না, আমরা তাদের ক্ষতির কথা কল্পনাও করতে পারব না।
শোক ভাষণের পর হোয়াইট হাউসসহ সরকারি ভবনগুলোতে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
বিডি প্রতিদিন/০৩ অক্টোবর ২০১৭/এনায়েত করিম