বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তে সোমবার পাক-ভারত সৈন্যদের গুলিতে ১০ বছর বয়সের এক বালক নিহত হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
এছাড়া নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক-ভারত সেনাদের গোলাগুলিতে কমপক্ষে ৫ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
ভারতীয় পুলিশ জানায়, গুলিতে আশরার আহমদ নামের ১০ বছরের এক বালক ঘটনাস্থলেই প্রাণ হারায়।
ভারতীয় সেনাবাহিনীর সূত্রে বলা হয়, কাশ্মীরের পুঞ্চ সেক্টরের নিয়ন্ত্রণ রেখা এলাকায় ভারতীয় সেনারা পাক সেনাদের গুলির জবাবে পাল্টা গুলি চালায়।
বিডি প্রতিদিন/০৩ অক্টোবর ২০১৭/এনায়েত করিম