লুকোচুরির পর্ব শেষ, অবশেষে আত্মসমর্পণ করতে যাচ্ছেন বাবা রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীত।
জানা গেছে, মঙ্গলবার পঞ্জাবের হরিয়ানা হাইকোর্টে আত্মসমর্পণ করতে যাবেন হানিপ্রীত। স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমের সাজা ঘোষণার পর থেকে নিখোঁজ ছিল হানিপ্রীত। তার বিরুদ্ধে একাধিক ধারায় রুজু হয়েছিল মামলা। দীর্ঘদিন খোঁজ না পাওয়ায় মনে করা হচ্ছিল দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে হানিপ্রীত। পড়শি রাষ্ট্র নেপালে আত্মগোপন করে রয়েছে বলেও মনে করছিল অনেকে।
এর আগে দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন হানিপ্রীত। সেই আবেদন স্থগিত করে দেয় আদালত। তাকে আত্মসমর্পণ করতেও নির্দেশ দেওয়া হয়। বিচারক সঙ্গীতা সেগাল হানিপ্রীতের উদ্দেশে বলেন, পুলিশের হাতে ধরা দিলেই সমস্ত সমস্যা থেকে রক্ষা পাওয়ার সঠিক উপায়।
বিডি-প্রতিদিন/ ০৩ অক্টোবর, ২০১৭/ ইমরান জাহান