পরমাণু অস্ত্রের ভয়াবহতা নিঃসন্দেহে ভয়ঙ্কর। তবে পরাশক্তিগুলো পরমাণু অস্ত্র হ্রাস করবে দূরে থাক, পরমাণু সক্ষমতা বৃদ্ধিতেই মত্ত। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেশ কিছুদিন ধরেই এ নিয়ে চলছে বাকযুদ্ধ।
এমন পরিস্থিতিতে পারমাণবিক বোমা নিষিদ্ধের দাবিতে গত এক দশক ধরে প্রচার চালানো জেনেভাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিএএন চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হয়েছে।
আর এ ঘোষণা আসার পর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ গতকাল শুক্রবার জানান, বৈশ্বিক নিরাপত্তার জন্য পরমাণু সমতার বিকল্প নেই।
এসময় পেসকোভ আবারো ধারাবাহিক ও কার্যকরভাবে পরমাণু অস্ত্র বিস্তার রোধের ওপর জোর দেন। তিনি বলেন, রাশিয়া নিউক্লিয়ার ক্লাবের দায়িত্বশীল সদস্য। অবশ্য সঙ্গে এও বলেন, সবারই উচিত নোবেল কমিটির সিদ্ধান্তকে ‘শ্রদ্ধা করা’।
বিডিপ্রতিদিন/ ০৮ অক্টোবর, ২০১৭/ ই জাহান