যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক কারারক্ষীকে হত্যার দায়ে এক আসামির মৃত্যুদণ্ড বৃহস্পতিবার কার্যকর করা হয়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট ছূড়ান্ত আবেদন খারিজ করে দেয়ার পর তার রায় কার্যকর করা হয়।
১৯৯৯ সালে ড্যানিয়েল নগল নামের এক কারারক্ষীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ মামলায় অপর আসামিরা রোবার্ট প্রুয়েটের (৩৮) বিরুদ্ধে সাক্ষ্য দিলেও সে মৃত্যুর আগ পর্যন্ত এ হত্যার ঘটনায় তার জড়িত থাকার কথা অস্বীকার করে।
খবরে বলা হয়, মার্কিন সুপ্রিম কোর্ট প্রুয়েটের চূড়ান্ত আবেদন খারিজ করে দেয়ার প্রায় এক ঘণ্টা পর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে প্রুয়েটের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মৃত্যুদণ্ড বিষয়ক তথ্য কেন্দ্র জানায়, চলতি বছর এ নিয়ে যুক্তরাষ্ট্রে ২০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৭/এনায়েত করিম