ফের গো রক্ষকদের তাণ্ডব ভারতে। ভারতের হারিয়ানার ফরিদাবাদে গো মাংস সঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগে অটোচালক সহ ৫ ব্যক্তিকে বেধরক মারধর করল গো রক্ষকরা। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের অভিযোগ, আক্রমণকারীরা অটোচালককে ‘ভারত মাতা কী জয়’ এবং ‘জয় হনুমান’ বলতে বলে। তিনি আপত্তি করলে শুরু হয় মারধর। গো রক্ষকদের হামলার সময় পুলিশ নিষ্ক্রিয় দর্শকের ভূমিকায় ছিল।
হারিয়ানার ডিসিপি বলেন, গরু পাচার আইনে একটি মামলা দায়ের হয়েছে। বাজেয়াপ্ত করা মাংস পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। তবে জখমদের অভিযোগের ভিত্তিতে পৃথক একটি অভিযোগও দায়ের হয়েছে। তদন্ত শুরু হয়েছে। দোষীরা শাস্তি পাবে।
হারিয়ানার বিজেপি নেতা রমন মালিক বলেন, দেশের বিভিন্ন প্রান্তে এধরনের ঘটনা ঘটছে, তবে এরা সবাই গো রক্ষক নয়, সাধারণ গুন্ডা। পাল্টা জবাবে কংগ্রেস নেতা সঞ্জয় ঝা,মনোহরলাল খট্টরের সরকারকে কটাক্ষ করে বলেন, হারিয়ানায় মগের মুলুক চলছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর