মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন যৌথভাবে বিমান টহল শুরু করবে। আগামী মাস থেকে এটি শুরু হবে বলে জানা গেছে। বিভিন্ন অশান্তি চলতে থাকা দক্ষিণাঞ্চলীয় ফিলিপাইনের আকাশসীমায় এই টহল দেওয়া হবে। ক্রমবর্ধমান হুমকি মোকাবেলার লক্ষ্যে এই টহল শুরু হবে বলে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম জানিয়েছে।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাইরে অবস্থিত বিমান ঘাঁটি সুবাংয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে অংশ নেন তিন দেশের প্রতিরক্ষামন্ত্রী। মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, আইএসের হুমকি মোকাবেলা এবং সাগরে জলদস্যুদের ঠেকানোর জন্য এই টহল দেওয়া হবে। একই অঞ্চলের সুলু সাগরে চার মাস আগে থেকেই যৌথ নৌ-টহল শুরু করেছে প্রতিবেশী এই তিন দেশ। দক্ষিণাঞ্চলীয় ফিলিপাইনে আইএস ঘাঁটি গাড়তে চাইছে বলে আশংকা বাড়ছে। দক্ষিণপূর্ব এশিয়ায় আইএসের ঘাঁটি হিসেবে একে গড়ে তোলা হবে বলে আশংকা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/১৫ অক্টোবর ২০১৭/হিমেল