আলোচনার পর মুক্তি পণবন্দিদের মুক্তি দিল বোকো হারাম। জানা গেছে, দশজন মহিলাকে মুক্তি দেওয়া হয়েছে। পাশাপাশি মুক্তি দেওয়া হয়েছে তিনজন অধ্যাপককে। ২০১৭ সালের বিভিন্ন সময়ে এদের পণবন্দী করে বোকো হারামের জঙ্গিরা। শনিবারই পণবন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা হয় নাইজেরিয়া সরকার ও বোকো হারামের প্রতিনিধির মধ্যে।
নাইজেরিয়ার ইসলামিক জঙ্গিদের হাতে বন্দি হন অধ্যাপকরা। ২০১৭ সালেই নাইজেরিয়ান ন্যাশনাল পেট্রোলিয়ামের লেক চাঁদ এলাকায় তেল উত্তোলনের কাজে যুক্ত ছিলেন এই অধ্যাপকরা। তখনই তাদের অপহরণ করে জঙ্গিরা।
অন্যদিকে, গত বছরেই মইদুগুড়ির দামবোয়া এলাকায় সেনা ও পুলিশের কনভয়ে হামলা চালিয়ে ১০ জন মহিলাকে বন্দী করে বোকো হারাম। সংবাদপত্রে এক বিজ্ঞপ্তি দিয়ে এদের মুক্তি পাওয়ার ঘোষণা করে নাইজেরিয়া সরকারের মুখপাত্র। সঙ্গে তিনি আরও জানান, মূলত প্রেসিডেন্ট মুহামমাদু বুহারির সঙ্গে একাধিকবার আলোচনার সফল উদাহরণ এই মুক্তি।
জানা গেছে, স্টেট সিকিওরিটি সার্ভিসের তত্ত্বাবধানে এই মুক্ত পণবন্দীদের রাখা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়। ওই ১৩ জন পণবন্দীকে রাজধানী আবুজার দিকে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকের পাশাপাশি, তাদের ভীতি কাটাতে মনোবিদের ব্যবস্থা করেছে সরকার বলে জানানো হয়েছে। তারা প্রত্যেকে প্রেসিডেন্ট বুহারির সঙ্গে দেখা করবেন বলেও জানা গেছে।
বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ