মিশরে বার ড্যান্স, বেলি ড্যান্সও স্ট্রিপ ক্লাবের মতো বিষয়গুলো খুব একটা আলাদা নয়। কিন্তু সে সমস্তই বাঁধা আছে কঠোর নিয়মে। আর সেই নিয়ম না জানলেই কপালে জুটতে পারে কঠোর শাস্তি। কারণ, তেমনই শাস্তি পেয়েছেন একটি বারের বেলি ড্যান্সার।
মিশরের গির্জায় একটি বারে সেদিন ছিল থিকথিকে ভিড়। আর বারের সেই মাতাল পরিবেশে রুশ বেলি ডান্সার একাতেরিনা আনদ্রিভা পারফর্ম করছিলেন। কিন্তু অভিযোগ ওঠে, এইদিন নাকি অন্তর্বাস পড়েননি তিনি। আর এদিনের নাচও ছিল অশ্লীল। সেই অশ্লীলতার দায়েই গ্রেপ্তার করা হয়েছে তাকে। এর আগেও নাকি এমন খোলামেলা নেচে বিতর্কে জড়িয়েছিলেন এই বার ড্যান্সার।
দেশটির পুলিশ জানিয়েছে, মিশরে এসব আইনী হলেও বেশ কিছু নিয়ম কানুন রয়েছে এক্ষেত্রে। সেই নিয়মগুলোকে না মানলে মুশকিলে পড়তে হতে পারে যে কাউকে। প্রশাসনও এই বিশষে কোন ছাড় দেয় না। আজকাল।
বিডি প্রতিদিন/এ মজুমদার