আফরিন এলাকার আাকাশসীমায় সিরিয়ার তুরস্কের ড্রোন ভূপাতিত করেছে কুর্দি জঙ্গিরা। সোমবার সন্ধ্যায় তুরস্কের একটি বাইরেক্টার টিবি-২ দূরপাল্লার ড্রোন ভূপাতিত করেছে কুর্দি বাহিনী। এ ড্রোন মধ্যম মাত্রার উচ্চতায় উঠতে পারত। ড্রোনটি আফরিনের কুদে এলাকায় গোয়েন্দাগিরি করছিল বলে জানা গেছে।
অন্যদিকে, তুরস্কের সামরিক বাহিনী জানিয়েছে, গত ২০ জানুয়ারি তুর্কি অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত এক হাজার ৩৬৯ জন কুর্দি জঙ্গি নিহত হয়েছে।
এছাড়া, তুর্কি বিমান হামলায় ওয়াইপিজি’র ১৫টি শক্ত ঘাঁটি ও অস্ত্র গুদাম ধ্বংস করা হয়েছে। সিরিয়া সংকটে ওয়াইপিজিকে সমর্থন ও মদদ দিয়ে আসছে আমেরিকা। এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আংকারার মারাত্মক টানাপড়েন দেখা দিয়েছে।
বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম