মালয়েশিয়ায় পেটালিং জায়াতে কর্মচারী প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) ভবনে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা সম্ভব হয়নি। তবে এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ভবনটির ৪০ শতাংশ আগুনে পুড়ে গেছে। তবে অংশীদারদের নিশ্চিত করে কর্মচারী প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে তাদের কোনো রেকর্ড বা তথ্য নষ্ট হয়নি।
আগুনের কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশের এলাকা। এই কালো ধোঁয়া কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা গেছে।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা