মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষু অশিন উইরাথুর ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ। মিয়ানমারে উগ্র জাতীয়তাবাদী আন্দোলনের পরিচিত মুখ উইরাথু। তার হাজার হাজার অনুসারী রয়েছে। তার ফেসবুকের ওয়ালজুড়ে ছিল হেট স্পিচ (কোনো বিশেষ গোত্র, বর্ণ, ধর্মের মানুষের বিরুদ্ধে ঘৃণামূলক প্রচারণা)।
মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাজ্যে রাখাইনে গত বছর সহিংসতা শুরুর পর আলোচনায় উঠে আসেন বৌদ্ধ ভিক্ষু অশিন উইরাথু। ২০১৩ সালের জুন মাসে প্রকাশিত টাইম ম্যাগাজিন তার উপাধি দিয়েছিল 'ফেইস অব টেরর'।
অশিন উইরাথুর জন্ম ১৯৬৮ সালে মান্ডালে শহরে। ১৪ বছর বয়সে তিনি ভিক্ষু বনে যান। ২০০১ সালে তিনি মুসলিম বিরোধী গ্রুপ '৯৬৯ মুভমেন্ট' এ যোগ দিয়ে আলোচনায় আসেন।
মায়ানমার সরকার ২০০৩ সালে অশিন উইরাথুকে ২৫ বছরের জেল দেয়। ২০১২ সালে তিনি অন্যান্য রাজবন্দীদের সঙ্গে ছাড়া পান।
বিডি প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা