দুর্নীতির অভিযোগে ভারতের সাবেক অর্থমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা পি.চিদাম্বরমের পুত্র কার্তি চিদাম্বরমকে গ্রেফতার করে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। লন্ডন থেকে ফেরার পথে বুধবার ভোরে চেন্নাই বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিবিআই’এর এক মুখপাত্র এই বিষয়টি স্বীকার করে জানিয়েছেন কার্তির বিরুদ্ধে ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডের নিয়ম ভেঙে আইএনএক্স মিডিয়ার জন্য বিদেশি বিনিয়োগ অনুমোদনের ছাড়পত্র পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। ২০১৭ সালে মে মাসে তাঁর বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করা হয়েছিল।
যদিও কংগ্রেসের পক্ষ থেকে কার্তির এই আটকের বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করা হয়েছে। দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক’এর ১২,৬৩৬ কোটি আর্থিক প্রতারণার ঘটনাটির অভিমুখ ঘুরিয়ে দিতেই পরিকল্পনা করে সিবিআই দিয়ে কার্তিকে গ্রেফতার করা হয়েছে’।
গত বছরের মে মাসে প্রিভেনশন অব মানি লন্ডারিং আইন অনুযায়ী কার্তি চিদাম্বরমের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঘুষ, প্রতারণাসহ একাধিক ধারায় অভিযোগ আনে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি’এর পক্ষ থেকে কার্তিকে সমনও পাঠানো হয়। গত মাসেই সেই সমনের স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কার্তি।
ইডি’এর পাশাপাশি আইএনএক্স মিডিয়ায় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট’এর অভিযোগে সিবিআই-ও আলাদা করে কার্তির বিরুদ্ধে মামলা চালাচ্ছে। তদন্তকারী সংস্থার অভিযোগ ২০০৭ সালে আইএনএক্স মিডিয়া বিদেশি অর্থ পেয়েছিল। এই মিডিয়া-কে মরিশাস ভিত্তিক ব্যবসায়ীদের কাছ থেকে বিদেশি বিনিয়োগ পাইয়ে দিতে অর্থমন্ত্রণালয়ে কার্তি তাঁর প্রভাব খাটিয়েছিল। কারণ সেসময় ভারতের অর্থমন্ত্রী ছিলেন তাঁরই বাবা পি চিদাম্বরম। সেসময় ওই ছাড়পত্র পাইয়ে দিয়ে কার্তির সংস্থা ‘চেস ম্যানেজমেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড’ ১০ লাখ রুপি ঘুষ নেয় বলে অভিযোগ ওঠে।
জানা যায়, ফরেন এক্সচেঞ্জ প্রমোশন বোর্ড (এফআইপিবি) ৪.৬২ কোটি রুপি বিনিয়োগের ছাড়পত্র দিলেও শেষ পর্যন্ত আইএনএক্স মিডিয়া ৩০৫ কোটি রুপি বিদেশি বিনিয়োগ গ্রহণ করে।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব