চীনের উত্তরাঞ্চলের হেবাই প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।
দেশটির স্থানীয় সরকারের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায় মঙ্গলবার ওই প্রদেশের জিংতাই কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।
জিংতাই কাউন্টির প্রচার বিভাগ জানায়, প্রাদেশিক এক মহাসড়কে একটি ট্রাকের সাথে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হলে বিকেল ৫টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দু’জন এবং হাসপাতালে নেয়ার পর চারজন মারা যায়।এ ঘটনায় আহত অপর ২৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিডিপ্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৮/ ই জাহান