পশ্চিম আফ্রিকার দেশ মালিতে রাস্তার পাশে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর চার বাংলাদেশি সদস্য নিহত এবং অপর চারজন গুরুতর আহত হয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মি রাত ১টায় জানান, মালিতে স্থানীয় সময় বেলা আড়াইটায় দোয়েঞ্জা নামক স্থানে আইইডি বিস্ফোরণে চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং আরও চারজন আহত হন।
নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, পিরোজপুর (৩৭ এডি রেজি. আর্টি.), ল্যান্স কর্পোরাল আকতার, ময়মনসিংহ (৯ ফিল্ড রেজি. আর্টি.), সৈনিক রায়হান, পাবনা (৩২ ইবি), সৈনিক (পাচক) জামাল, চাপাইনবাবগঞ্জ (৩২ ইবি)।
আহতরা হলেন কর্পোরাল রাসেল, নঁওগা (৩২ ইবি), সৈনিক আকরাম, রাজবাড়ি (৩২ ইবি),সৈনিক নিউটন, যশোর (১৭ বীর), সৈনিক রাশেদ, কুড়িগ্রাম (৩২ ইবি)। তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এ ছাড়া মালিতে নিয়োজিত অন্যান্য বাংলাদেশি শান্তিরক্ষীগণ নিরাপদে আছেন বলে আইএসপিআর জানিয়েছে।
সূত্র জানায়, দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশসহ ৫০টি দেশের প্রায় ১১ হাজার সৈন্য কাজ করছেন। এই মিশনে ২৫টি দেশের পুলিশ সদস্য রয়েছে দেড় হাজারের বেশি, যাদের মধ্যে বাংলাদেশি পুলিশও রয়েছেন। গত বছর সেপ্টেম্বরে দেশটিতে বিদ্রোহীদের হামলায় তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং চারজন আহত হন।
বিডি-প্রতিদিন/০১ মার্চ, ২০১৮/ওয়াসিফ/মাহবুব