ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার মহারাজগঞ্জ বাজারের একটি বন্ধ গুদামে অভিান চালিয়েছে পশ্চিম জেলা প্রশাসন। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি জব্দ করা হয়।
জানা গেছে, বুধবার রাতে গোপন খবরের ভিত্তিতে পুলিশ মহারাজগঞ্জ বাজারের খুশবাগান এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি রুপি মূল্যের এ বাজি জব্দ করে।
এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পশ্চিমজেলার জেলা শাসক মিলিন্দ রামটেকের নেতৃত্বে জেলার পুলিশ সুপার অভিজিৎ শপ্তর্শীসহ কয়েকজন কর্মকর্তা এ অভিযানে অংশ নেন। পরে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার অভিজিৎ শপ্তর্শী।
বিডি প্রতিদিন/১ মার্চ, ২০১৮/ওয়াসিফ