চিঠির খাম খুলতেই অসুস্থ হয়ে পড়লেন ১১ জন মার্কিন নৌসেনা। তাও আবার সেনাঘাঁটির মধ্যেই৷ সেনাঘাঁটিতে এমন ঘটনার পর তদন্ত শুরু করে দিয়েছে এফবিআই৷
জানা গেছে, ভার্জিনিয়ার জয়েন্ট বেস ফোর্ট মায়ার-হেন্ডারসন হলে এক সেনা অফিসার একটি খাম পান। চিঠিটি মেরিন সদর দফতরের ঠিকানায় লেখা ছিল৷ সেনারা খামটি খোলার পর তাদের হাত চুলকাতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যে নাক ও মুখমণ্ডল দিয়ে রক্ত বের হতে থাকে।
কমপক্ষে ১১ জন নৌসেনা এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা স্থিতিশীল। খামটিতে ক্ষতিকারক কিছু ছিল বলে মনে করা হচ্ছে। তবে নিশ্চিত হতে চিঠির খামটি পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর