বরফে ঢেকে গেছে পুরো ইউরোপ। প্রচণ্ড শৈত্যপ্রবাহের সঙ্গে যুক্ত হয়েছে হিমঝড় ও তীব্র তুষারপাত। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড ঠাণ্ডায় বাড়ছে মৃতের সংখ্যাও। এতে এখন পর্যন্ত ৫৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহতদের মধ্যে পোল্যান্ডেই মারা গেছেন ২১ জন। এছাড়া ঠাণ্ডায় স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্রে ১৩ জনের মৃত্যু হয়েছে। স্পেনে মৃত তিনজনের মধ্যে একজন গৃহহীন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া লিথুনিয়ায় ৫ জন, ফ্রান্সে ৪ জন নিহত হয়েছে। প্রবল এ শৈত্যপ্রবাহকে যুক্তরাজ্যে বলা হচ্ছে ‘বিস্ট ফ্রম দা ইস্ট’, ডাচরা বলছে ‘সাইবেরিয়ার ভালুক’, সুইডিশদের অ্যাখ্যা ‘বরফের তোপ’।
বৃহস্পতিবার সকালে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও রানওয়ে থেকে তুষার সরিয়ে কয়েক ঘণ্টার মধ্যে সেটি ফের চালু করা হয়।
বিডি প্রতিদিন/২ মার্চ, ২০১৮/ওয়াসিফ