রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, 'চলার পথেই গতিপথ পরিবর্তন ও যেকোনো রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম হাইপারসনিক মিসাইলের বিপুল ভান্ডার গড়ে তুলেছে রাশিয়া।
রাশিয়ার এ মিসাইল নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম। সবচেয়ে অজেয় ও অপ্রতিরোধ্য এসব ক্ষেপণাস্ত্রকে ধ্বংস বা গতিরোধ করার ক্ষমতা যুক্তরাষ্ট্র বা অন্য কারোর নেই।
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এ তথ্য জানান।
পাশাপাশি আগামী ১৮ মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন পুতিন।
ভাষণের মাঝে প্রজেক্টরে একটি ভিডিও প্রদর্শন করা হয়। যেখানে বিশ্ব মানচিত্রের যেকোনো স্থানে অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাত হানার দৃশ্য দেখানো হয়।
ভিডিও শুরুর আগে পুতিন বলেন, বিশ্বের সর্বত্রই এই ক্ষেপণাস্ত্র পৌঁছাতে পারে। এসময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই ইউরোপ এবং এশিয়ায় এই ক্ষেপণাস্ত্রকে থামাতে পারবে না।
বিডিপ্রতিদিন/ ০২ মার্চ, ২০১৮/ ই জাহান