আজারবাইজানে একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। প্রাথমিক অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
এ ব্যাপারে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, শুক্রবার দিনের শুরুতে দেশটির রাজধানী বাকুতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজারবাইজানের অগ্নিনির্বাপক কর্মী এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে।
বিডি প্রতিদিন/২ মার্চ, ২০১৮/ওয়াসিফ