একটু বেশি খাওয়ার জন্য মারাত্মক মাশুল গুনল ভারতের মধ্য প্রদেশের বেতুল এলাকার এক বাসিন্দা। বেশি খাওয়ার অপরাধে প্রায় জীবন দিতে বসেছিলেন মণীশ শর্মা নামের সেই যুবককে।
গত দু’মাস ধরে বেতুনের আমলা থানার কাছে একটি হোটেলে কাজ করতেন মণীশ। মাসিক মাইনের সঙ্গে নিয়মিত দু’বেলা খাবার পেতেন তিনি। প্রতিদিনের মতো গত ২৭ মার্চও সারাদিনের কাজ সেরে খেতে বসেছিলেন মণীশ। কিন্তু সেই খাবারের যে এত বড় মাশুল গুনতে হবে, তা গুণাক্ষরেও টের নাননি তিনি।
সারাদিনের কাজের পরে ক্ষুধার জ্বালায় বরাদ্দ খাবারের থেকে বেশি পরিমাণ খাবার খেয়ে ফেলেন মণীশ। তার এই কাজকে ‘ক্ষমার অযোগ্য’ অপরাধ ভেবে তাকে গাছের সঙ্গে বেঁধে লাঠি এবং রড় দিয়ে বেধড়ক মারেন হোটেলের মালিক সোনু দাওয়ান্দে এবং সেই হোটেলের কিছু কর্মী।
প্রায় দেড় ঘণ্টার ধরে মারধর করা হয় মণীশকে। মারধরের খবর জানা মাত্রই যুবককে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায় আমলা থানার পুলিশ। তাকে নিকটবর্তী হাসপাতালেও ভর্তি করা হয়। গ্রেফতার করা হয়েছে হোটেলের মালিকসহ বাকি অভিযুক্তদেরও।
এই বিষয়ে এলাকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট তনেওয়ার জানিয়েছেন যে, অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর