গাজা সীমান্তে ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া এ ঘটনায় ১,৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।
এ ব্যাপারে ইসরায়েলি কর্মকর্তারা জানান, দশ সহস্রাধিক ফিলিস্তিনি গাজা থেকে ইসরায়েলের দিকে বিক্ষোভ করতে করতে রওনা দেয়। এ সময় তাদের সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
জানা গেছে, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। শুধু গুলিতেই ৭৫৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছেন।
প্রসঙ্গত, ১৯৭৬ সালের পর এটিই গাজায় সবচেয়ে বড় বিক্ষোভ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইসরায়েলি বাহিনী আগেভাগেই খবর পেয়ে যাওয়ায় বিক্ষোভের আগেই প্রস্তুত ছিল। সীমান্তের বেড়ার কাছাকাছি কেউ এলেই তাকে গুলি করা হয়েছে।
উল্লেখ্য, 'ভূমি দিবস' উপলক্ষে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে গণবিক্ষোভ চলছে দেশটিতে।
সূত্র : সিএনএন
বিডি প্রতিদিন/৩১ মার্চ, ২০১৮/ওয়াসিফ