মেক্সিকোর পর্যটন নগরী আকাপুলকোয় গুড ফ্রাইডে’র শোভাযাত্রা চলাকালে বন্দুকধারীদের গোলাগুলিতে অন্তত দু’জন নিহত হয়েছেন। শনিবার দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মেক্সিকোর পশ্চিম উপকূলীয় গুরেরো অঙ্গরাজ্যের নিরাপত্তা মুখপাত্র রবার্তো আলভারেজ হেরেদিয়া জানান, পুলিশ গাড়ি চোরদের ধাওয়া করলে প্রথম দফার গোলাগুলির ঘটনা ঘটে। পরে বন্দুকধারীরা স্থানীয় একটি থানায় হামলা চালালে দ্বিতীয় দফায় গোলাগুলি হয়।
সাধারণ মানুষের অংশগ্রহণে গুড ফ্রাইডে শোভাযাত্রা চলাকালে এই গোলাগুলির ঘটনায় দু’জন নিহত হন। এ সময় আতঙ্কিত মানুষ মাটিতে শুয়ে আত্মরক্ষার চেষ্টা করেন।
আকাপুলকোতে গুড ফ্রাইডে উৎসবটি অত্যন্ত জনপ্রিয়। এটি দেশটির ক্যাথলিক খ্রিস্টানদের একটি অন্যতম ধর্মীয় অনুষ্ঠান।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৮/এনায়েত করিম