স্পাইস জেটের বিমান সেবিকাদের নগ্ন করে তল্লাশি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার সকালে ভারতের চেন্নাই বিমানবন্দরে সেবিকারা বিক্ষোভ করেছে।
বিমানসংস্থার পক্ষ থেকে সোমবার বিক্ষোভকারীদের সাথে উচ্চপর্যায়ের বৈঠকে বসার আশ্বাস দিলে ফের কাজে যোগ দেন তারা। যদিও ততক্ষণে চেন্নাই বিমানবন্দর থেকে একটি কলম্বোগামী আন্তর্জাতিক উড়ান-সহ দু'টি বিমানের উড়ান এক ঘণ্টারও বেশি দেরিতে ছাড়ে।
স্পাইস জেটের বিমানসেবিকাসহ সমস্ত কেবিন ক্রুদের অভিযোগ, স্পাইস জেট বিমান সংস্থার নিরাপত্তা কর্মীরাই তাদের অশালীনভাবে নগ্ন তল্লাশি করেছেন। তাদের আপত্তিকরভাবে স্পর্শ করা হয়েছে, এমনকী ব্যাগ খুলে স্যানিটারি ন্যাপকিন দেখা হয়েছে।
এদিকে বিক্ষোভের ফলে চেন্নাই বিমানবন্দর থেকে দুটি বিমান ছাড়তে এক ঘণ্টা করে দেরি হয়। এত যাত্রীদের বিপাকে পড়তে হয়।
তল্লাশির কথা স্বীকার করলেও নগ্ন করে তল্লাশির অভিযোগ অস্বীকার করেছে স্পাইস জেট কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, বিমান থেকে খাবার-দাবার এবং দামি জিনিসপত্রের চুরি ঠেকাতেই কেবিন ক্রু’দের তল্লাশি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে তল্লাশির নাম করে যারা বিমান সেবিকাদের সঙ্গে আপত্তিকর আচরণ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে বিমান সেবিকাদের দাবি, বিমান নামার পর তাদের বাথরুমে যেতে দেয়া হয় না। জামা-কাপড় খুলে লুকানো কিছু রয়েছে কি না, তা দেখা হয়।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৮/আরাফাত