চীন সীমান্তবর্তী ভারতের অরুণাচলপ্রদেশের ‘কাহু’ গ্রাম, অজ পাড়া গাঁ বলতে যা বোঝায় ঠিক তাই। দুর্বল অবকাঠামো, কাঁচা রাস্তা, মোবাইল নেটওয়ার্কের অভাব। এমন একটি গ্রামে যে হাতে গোনা কয়েকজন মানুষ থাকবেন সেটাই কাম্য। বাস্তবও তাই! মাত্র ১২ টি পরিবারের বাস, মানুষের সংখ্যা সর্বসাকুল্যে ৭৬ জন। গ্রামবাসীরাও বলছেন সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে মোবাইলে ফোন করতে দেওয়া বা অন্য পরিষেবা প্রদান করা হয়। না হলে যে কি হতো তা কে জানে!
‘কাহু’ গ্রামের প্রধান কুংচক শেরিং মেয়র জানান ‘আমরা এখানে সাত প্রজন্ম ধরে বসবাস করছি। এখানে ১২ টি পরিবারের ৭৬ থেকে ৮০ মানুষ বসবাস করেন। এখানকার মানুষ ন্যূনতম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, বিশেষ করে দুর্বল যোগাযোগ ব্যবস্থা এমনকি মোবাইল নেটওয়ার্কও খুব খারাপ’।
কুংচক আরও জানিয়েছেন ‘এখানকার সবচেয়ে কাছের মোবাইল নেটওয়ার্কটি রয়েছে ৬৫ কিলোমিটার দূরে হাওয়াই এলাকায়। আমরা সেনাবাহিনীর কাছ থেকে অনেক সহায়তা পাই, তারাই আমাদেরকে ফোন করতে দিয়ে সহায়তা করে থাকেন। গোটা গ্রামে ৬-৭ টি মোটর সাইকেল রয়েছে, পারাপারের জন্য আমরা রশির সেতু ব্যবহার করি। আমাদের অনুরোধ যাতায়াতের সুবিধার জন্য এখানে একটা সেতু করে দেওয়া হোক’।
তবে অবকাঠামোই নয়, গ্রামটিতে প্রাথমিক শিক্ষা দানের ব্যবস্থাও অত্যন্ত খারাপ। গোটা গ্রামে স্কুলের সংখ্যা মাত্র একটি।
বিডিপ্রতিদিন/ ই-জাহান