বিমানবালাদের বিবস্ত্র করে তল্লাশির অভিযোগ উঠেছে ভারতের বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেটের বিরুদ্ধে। নিরাপত্তারক্ষীদের দিয়ে কয়েক দিন ধরেই তাদের বিবস্ত্র করে তল্লাশি করা হচ্ছে- এমন অভিযোগে শনিবার চেন্নাই বিমানবন্দরে বিক্ষোভ করেন বিমানবালারা। নিরাপত্তারক্ষীরা তাদের শরীরে আপত্তিকরভাবে হাত দিয়েছেন বলে অভিযোগ করেছেন তারা। খবর এনডিটিভির।
বিমানবালা আরও অভিযোগ করেন, বিমান থেকে নামার পরপরই তাদের বিবস্ত্র করে শরীর তল্লাশির পাশাপাশি তাদের ব্যাগ, ব্যক্তিগত সামগ্রীও খুলে দেখা হয়। তাদের হাতব্যাগ থেকে স্যানিটারি ন্যাপকিন ফেলে দিতেও বাধ্য করা হয়।
তল্লাশির ঘটনায় চেন্নাই বিমানবন্দরে বিমানবালাদের বিক্ষোভের ভিডিও ছড়িয়ে পরে। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে। সূত্রে জানা যায়, বিমানের খাবার অসাধু উপায়ে বিমানবালারা বিক্রি করছেন এমন অভিযোগে এ তল্লাশি করেন বেসরকারি এই বিমান সংস্থা। সেই অর্থ ও বিমানের অন্য মূল্যবান সামগ্রী চুরির অভিযোগও করা হয়। যে কারণে বিমান থেকে নামার পর তাদের শৌচাগারেও যেতে দেয়া হয় না।
বিডি প্রতিদিন/এ মজুমদার