চীনকে চাপে রাখতে অরুণাচলে সেনা বাড়াচ্ছে ভারত। গত কয়েকদিনে চীন, তিব্বত সীমান্তের দিবাং, দাউ-দেলাই ও লোহিত ভ্যালিতে ভারত তাদের সেনাবাহিনীর টহলদারি বাড়িয়েছে।
তিব্বত সীমান্তে চীনা বাহিনীর দাপট কমাতে উন্নতমানের নজরদারি চালানো হবে বলে জানিয়েছেন ভারতীয় সেনা কর্মকর্তারা। এমনকী হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথেও নজরদারি চালানো হবে বলে সূত্রের খবর।
ডোকা লা'র ঘটনার পর থেকেই চীন সীমান্তের নিরাপত্তা নিয়ে একটু বেশিই তৎপর হয়েছে ভারতীয় সেনাবাহিনী। ডোকা লায় নজরদারি বাড়ানোর পাশাপাশি অরুণাচলেও বাড়ানো হয়েছে নজরদারি। ইতোমধ্যেই অরুণাচলের তাওয়াংয়ে সড়ক ব্যবস্থা উন্নত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সড়ক যোগাযোগ উন্নত হলে সেনাবাহিনী ভারী যানবাহন সীমান্তে দ্রুত পৌঁছতে পাড়বে। তিব্বত সীমান্তে ১৭,০০০ ফুট উঁচুতে বরফ ঢাকা পাহাড়েও বাড়তি নজরদারি চালানো হচ্ছে।
ভারত তিব্বত সীমান্তের গ্রাম কিবিথুতে মোতায়েন ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন ডোকা লা'র পর চীনের যেকোনও চ্যালেঞ্জের জবাব দিতে আমরা প্রস্তুত। ভারত চীন সীমান্ত এলাকায় কী কর্মকাণ্ড চলছে তা নজরে রাখতে ছোট ছোট দলে ভাগ হয়ে পেট্রলিং করবে সেনাবাহিনী। ১৫ থেকে ৩০ দিন করে চলবে পেট্রলিং।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর