বেশ কয়েক দিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত মাত্র ১ মাসের এক শিশুর চিকিৎসা করতে তার গলায় অ্যাসিড ঢেলে দেন এক হাতুড়ে চিকিৎসক। গুরুতর জখম অবস্থায় শিশুটি এখন হাসপাতালে চিকিৎসাধীন।
সম্প্রতি ভারতের রাজস্থানের মাধোপুরে ঘটনাটি ঘটেছে। অভিযোগ পেয়ে ওই হাতুড়ে চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সেই হাতুড়ে চিকিৎসক মাধোপুরের বিনোবা বস্তির বাসিন্দা। সেই বস্তিতেই তিনি চিকিৎসা করেন। স্থানীয়দের বিশ্বাস রোগ সারানোর অসাধারণ ক্ষমতা রয়েছে তার। তাই শিশুদের সুস্থ করতে আসেপাশের বাসিন্দারা তার উপরই ভরসা করেন।
এক মাসের সেই শিশুটির কয়েক দিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিল। অভিভাবকরাই তাকে সেই হাতুড়ে চিকিৎসকের কাছে নিয়ে যান। জানা গেছে, সেখানে নিউমোনিয়া সারাতে অ্যাসিড খাওয়ানো হয় তাকে। প্রায় সঙ্গে সঙ্গে অ্যাসিডে জ্বলতে শুরু করে শিশুটির বুক, গলা।
নিউমোনিয়া সেরে যাওয়ার বদলে শিশুটির অবস্থায় অবনতি হতে শুরু করে। তার পরিবার তাকে স্থানীয় মাধোপুর হাসপাতালে ভর্তি করান। এরপরই হাসপাতালের চিকিৎসকেরাই পুলিশে খবর দেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর