গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিক্ষোভ ক্রমশই ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আর তারই জের ধরে এবার গাজার অভ্যন্তরে ঢুকে অভিযান চালানোর হুমকি দিয়েছে ইসরাইল। প্রসঙ্গত, 'ভূমি দিবস' উপলক্ষে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে গণবিক্ষোভ চলছে দেশটিতে।
এ ব্যাপারে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে ইসরাইলি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল রেনন মেনেলিস সাংবাদিকদের বলেন, তারা ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ইসরাইলের বিরুদ্ধে ব্যবহার করছে।
এদিকে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস বলেন, গত শুক্রবারের রক্তাক্ত ঘটনার দায় সম্পূর্ণ ইসরাইলকেই নিতে হবে।
উল্লেখ্য, ২০১৪ সালের গাজা যুদ্ধের পর এটিই দুই দেশের মধ্যে সবচেয়ে বেশি রক্তাক্ত দিন। ফিলিস্তিনিদের হত্যার ঘটনায় শুক্রবার সন্ধ্যায় নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/১ এপ্রিল ২০১৮/ওয়াসিফ