সিরিয়া ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক মহল। রাসায়নিক অস্ত্রগার লক্ষ্য করে দেশটিতে হামলা চালানো হয়েছে। এতে সিরিয়ার হাতে থাকা বেশিরভাগ রাসায়নিক অস্ত্রই ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ভেস লে দিয়াঁ।
এ ব্যাপারে শনিবার তিনি জানান, যুক্তরাজ্য, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র যৌথভাবে সিরিবায় যে হামলা চালিয়েছে তাতে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ভাণ্ডারের অনেকটাই ধবংস হয়ে গেছে।
এসময় তিনি আরও বলেন, ফ্রান্সের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে যে গ্যাস অ্যাটাকের পিছনে ছিল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর হাত রয়েছে। এ হামলায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এই হামলার বীভৎস প্রভাব পড়েছে সিরিয়ায়।
উল্লেখ্য, শনিবার সকালে বিমানহানা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সিরিয়ার রাজধানী দামাস্কাসে বিস্ফোরণের কথা বলেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাসায়নিক অস্ত্র প্রয়োগের বিরুদ্ধে অভিযান চালানোর নিয়েই এই বিমানহানা বলে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৮/ওয়াসিফ