ক্যামেরুনে একটি যাত্রীবাহী বাসে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির গোলযোগপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলে রবিবার রাতে দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম একথা জানিয়েছে। গোলযোগপূর্ণ অঞ্চলটিতে এটি সর্বশেষ সহিংস ঘটনা। আজ বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারীরা বামেন্ডা নগরীর কাছে আকুম গ্রামের একটি রাস্তার মাঝে ভারী মেশিন ব্যবহার করে গর্ত খুঁড়ে। গর্তটি মেরামত করা হচ্ছে। বিচ্ছিন্নতাবাদীরা ক্যামেরুনের দুটি ইংরেজিভাষী অঞ্চল নর্থ ওয়েস্টে সক্রিয় রয়েছে। এতে ২০১৬ সালের শেষের দিকে থেকে এ পর্যন্ত অনেক লোক নিহত হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার