ইরান আবারও সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে রাসায়নিক হামলার নাটক সাজানোর ব্যাপারে সতর্ক করে দিয়েছে। একজন মার্কিন সিনেটর ইদলিবে রাসায়নিক হামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করার পর তেহরান এ হুঁশিয়ারি উচ্চারণ করল।
মার্কিন সিনেটর রিচার্ড ব্ল্যাক সম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্স সিরিয়ার ইদলিবে ভুয়া রাসায়নিক হামলা চালিয়ে তার দায় সিরিয়া সরকারের ওপর চাপিয়ে দেয়ার পরিকল্পনা করছে।
তিনি বলেন, এর আগেও একাধিকবার ব্রিটিশরা সিরিয়ায় রাসায়নিক হামলার নাটক সাজিয়ে দামেস্ক সরকারকে বিপদে ফেলেছে।
ব্ল্যাকের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা ওপিসিডাব্লিউতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলীরেজা জাহাঙ্গিরি এক টুইটার বার্তায় লিখেছেন, সিরিয়ায় রাসায়নিক হামলার নাটক সাজানো হতে পারে বলে ইরান এ পর্যন্ত বেশ কয়েকবার যে আশঙ্কা প্রকাশ করেছে ব্ল্যাকের বক্তব্যে তার সত্যতার প্রমাণ পাওয়া গেল।
তিনি আরো বলেন, রিচার্ড ব্ল্যাকের বক্তব্যের মতো বিষয়গুলোতে যদি সময়মতো গুরুত্ব দেয়া হতো তাহলে বিশ্বকে ইরাকের মতো ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে হতো না।
বিডি প্রতিদিন/১৪ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত