কথিত আছে ইংলিশ লেখক, কবি, রাজনীতিবিদ ও গোয়েন্দা স্যার ওয়াল্টার রালে রাণী প্রথম এলিজাবেথের পায়ে যাতে কাদা না লাগে তার জন্য গায়ের চাদর রাস্তায় বিছিয়ে দিয়েছিলেন। তবে এ ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু ভুটানের সাবেক প্রধানমন্ত্রী শেরিং টোবগে যা করলেন, তা নিয়ে কোনো সন্দেহই নেই।
কাদা লেগে পা যাতে নোংরা না হয়, সেজন্য স্ত্রীকে কাঁধেই তুলে নিয়েছেন তিনি। আর সেজন্য বেশ গর্বিতও তিনি। একটি ছবি টুইটারে প্রকাশ করে শেরিং টোবগে লিখেছেন, স্যর ওয়াল্টার রালে-র মতো সুদর্শন নই, কিন্তু স্ত্রীর পা পরিষ্কার রাখার জন্য একজন পুরুষের যা করা উচিত তাই করলাম।
১১ সেপ্টেম্বর শেরিং টোবগের ওই টুইটটি বেশ সাড়া ফেলে দিয়েছে। সবার কাছে প্রশংসিত হচ্ছে ভুটানের সাবেক এ রাষ্ট্রপ্রধান। একজন টুইটারে লিখেছেন, ওয়াল্টার রালে শুধু নিজের চাদর ছুড়ে দিয়েছিলেন। কিন্তু আমাদের প্রিয় শেরিং টোবগে স্ত্রীর পুরো ভারটিই নিজের কাঁধে তুলে নিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা