পা দিয়ে নারী ভক্তের স্পর্শকাতর স্থানে স্পর্শ করায় যৌন হয়রানির দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে মোহানিয়াল রজনী নামে এক স্বঘোষিত গুরুকে। ৭৬ বছর বয়সী ওই কথিত ধর্মীয় গুরুকে তিনবছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ব্রিটেনের লেস্টার ক্রাউন কোর্টের বিচারক রবার্ট ব্রাউন এ রায় দেন।
হিন্দু সম্প্রদায়ের একটি গোত্রের কাছে তিনি নিজেকে দেবতা দাবি করে নারী ভক্তদের তার কাছে উৎসর্গ করার কথা বলতেন। তবে শুধু পা দিয়েই নয় হাত দিয়েও নিপীড়ন চালিয়েছেন এ ভণ্ড গুরু।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন