ইরানের ওপর যুক্তরাষ্ট্র কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির সহকারী মন্ত্রী মার্শাল বিলিংসলিয়া। ৪ নভেম্বর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। ইরানের বিমান সংস্থা মাহান ও এর সমগোত্রীয় প্রতিষ্ঠানগুলো এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমাতে কার্যকর ভূমিকা রাখায় উপসাগরীয় দেশগুলোর প্রশংসাও করেছেন যুক্তরাষ্ট্রের এ মন্ত্রী।
মার্শাল বিলিংসলিয়া বলেছেন, 'বিশ্বে ইরান সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক, তারা লেবাননে হিজবুল্লাহ ও গাজায় হামাসের মতো জঙ্গি গোষ্ঠীকে অর্থ দিচ্ছে, নাগরিকদের হত্যা করতে সিরিয়ার সরকারকে মদদ দিচ্ছে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে।'
তিনি আরও বলেন, 'রাশিয়া ইরানকে অস্ত্র ও প্রতিরক্ষার সরঞ্জাম দিচ্ছে, সিরিয়ার ক্ষমতাসীন সরকারকেও তারা সমর্থন দিচ্ছে যে সরকারের নিষ্ঠুর শিকারে পরিণত হয়েছে দেশটির জনগণ।' সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদিন/ফারজানা