ফিলিপাইন উপকূলে টাইফুন 'মাংকুত'র আঘাতে ১৪ জনের প্রাণহানির খবর পাওয়া গছে। স্থানীয় সময় শনিবার রাতে দেশটির উত্তরে অবস্থিত মারিয়ানা দ্বীপপুঞ্জ ও গুয়াম অঞ্চল টাইফুনের আঘাতে বিধস্ত হয়েছে।
প্রাথমিকভাবে টাইফুনে ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রপতির মুখপাত্র। ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ করছে দেশটির কর্মকর্তারা। এরইমধ্যে কয়েক লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ।
এদিকে, দেশটির আবহাওয়াবিদরা জানিয়েছেন, ফিলিপাইনের উত্তর-পূর্বাঞ্চলীয় কাগায়ান প্রদেশে ঝড়টি আঘাত হেনেছে। পূর্বে ঝড়টির বাতাসে গতিবেগ ঘণ্টায় ২০৫ কিলোমিটার, যা সর্বোচ্চ ২২৫ কিলোমিটার পর্যন্ত ওঠানামা করছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার