ইতালিতে জনমত জরিপে প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তের নেতৃত্বাধীন অভিবাসন বিরোধী লিগের জোট জয় পেয়েছে। প্রায় ৬২ শতাংশ ইতালিয়ান লুইজি ডি ম্যাইও’র নেতৃত্বাধীন ফাইভ স্টার মুভমেন্ট এবং ম্যাত্তেও স্যালভিনি’র নেতৃত্বাধীন অভিবাসন বিরোধী লিগের এই জোটকে সমর্থন করেছে। দেশটির দৈনিক ‘লা রিপাবলিক’ এই জরিপ পরিচালনা করে বলে জানিয়েছে ব্লুমবার্গ।
গত ১ জুনে ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত এটিই এই সরকারের জনপ্রিয়তার সর্বোচ্চ পর্যায়। এদিকে শনিবার দেশটির মিলানে এক অনুষ্ঠানে লিগ নেতা স্যালভিনি তার অবস্থানের কথা আবারও তুলে ধরে বলেন, প্রথমে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরে বিধিনিষেধ আরোপ। এক্ষেত্রে অবসরের বয়স, আয়কর হার এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা কমানোর বিষয়গুলো প্রাধান্য দেয়া হবে।
এদিকে এই সপ্তাহেই স্পেনের গণমাধ্যম এল মুন্দোকে ফাইভ স্টারের নেতা ডি ম্যাইও বলেন, ইতালি যেমন ইইউ’র সঙ্গে দূরত্ব সৃষ্টি করতে চায় না, তেমনি গণ-অর্থনীতিকেও ধ্বংস করতে চায় না।
বিডি প্রতিদিন/১৬ সেপ্টেম্বর ২০১৮/হিমেল