ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া (ব্রেক্সিট) ইস্যুতে নতুন গণভোটের ডাক দিয়েছেন লন্ডনের সিটি মেয়র সাদিক খান। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমঝোতা নিয়ে দেশটির সরকারেরও কড়া সমালোচনা করেন তিনি।
এক কলামে তিনি বলেন, যেহেতু যুক্তরাজ্যকে আগামী ৬ মাসের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে হবে তাই আমাদের সামনে এখন কেবল দুটি অপশন। একটি খারাপ চুক্তি অন্যটি চুক্তি না করা।
তবে জনরায়ের প্রতি সম্মান আছে বলে জানান সাদিক খান। তিনি বলেন, ‘আমি ইউনিয়নে থাকার পক্ষে প্র্রচারণা চালালেও ব্রিটিশ জনগণের ইচ্ছার প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে।
এখন দ্বিতীয় ভোট না হলে সমস্যা আরও বেড়ে যাবে বলে মনে লন্ডন মেয়র। বলেন, ২য় নির্বাচনের দাবি জানানোর কথা আমি কল্পনাতেও আনিনি। কিন্তু পরিস্থিতি বলছে, ব্রেক্সিট নিয়ে সমঝোতা বর্তমানে অচলাবস্থায় রয়েছে।
তবে এরই মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ২য় বার গণভোট নেয়ার অর্থ হলো গণতন্ত্রের সঙ্গে বেঈমানি করা।
বিডি প্রতিদিন/ ই-জাহান