উত্তর কোরিয়া প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে তৃতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন।
চলতি সপ্তাহের মঙ্গলবারই পিয়ংইয়ংয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে পরমাণু অস্ত্র নিয়ে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে অচলাবস্থা দেখা দিয়েছে তা নিরসনের চেষ্টা করবেন মুন জায়ে ইন।
এর আগে তার পূর্বসূরি কিম দায়ে-জাং ২০০০ সালে ও রাজনৈতিক গুরু রোহ মু হিউন ২০০৭ সালে উত্তর কোরিয়া সফর করেন। সফরকালে তিন দিন উ. কোরিয়ায় অবস্থান করবেন মুন।
উত্তর কোরিয়ায় মুনের কর্মসূচীর বিস্তারিত ঘোষণা দেয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে পিয়ংইয়ং তাদের সম্পর্কে ভালো ধারণা তৈরি করতে সব ধরণের উদ্যোগই নেবে। এরই অংশ হিসেবে উত্তর কোরিয়ায় হাজার হাজার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানাবে।
এর আগে এপ্রিলে দু’নেতা প্রথমবারের মতো বৈঠক করেন। কোরীয় উপদ্বীপকে নিরস্ত্রীকরণের মার্কিনী প্রচেষ্টায় সহায়তা করাই মুনের এবারের সফরের উদ্দেশ্য।
সাংবাদিকদের মুন বলেন, তিনি বিশ্বাস করেন আন্তঃকোরীয় সম্পর্কে উন্নয়ন ঘটলে তা উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বৈঠক সহজ করার ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচী বিষয়ক সমস্যারও সমাধান হবে।
বিডি প্রতিদিন/ ই-জাহান