কলেজে ছিল গান্ধীর জয়ন্তী অনুষ্ঠান। সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর বাড়ি ফিরছিল একাদশ শ্রেণির এক ছাত্রী। কিন্তু পথিমধ্যে একদল দুষ্কৃতকারী পথ আগলে দাঁড়ায়। এরপর তাকে তুলে ধর্ষণের চেষ্টা চালায়। কিন্তু তাতে বাধা দেওয়ায় ক্ষুদ্ধ দৃষ্কৃতকারী তার ওপর চালিয়ে মধ্যযুগীয় বর্বরতা। শুধু হত্যা করেই ক্ষ্যান্ত হয়নি, হত্যার পর লাশ তারই ওড়না দিয়ে গাছে ঝুঁলিয়ে দেয় হয়। মঙ্গলবার ভারতের পশ্চিম উত্তরপ্রদেশের মৈনপুরী জেলায় এমনই ঘটনা ঘটেছে।
আনন্দবাজার পত্রিকার খবর, এ ঘটনা পর অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। বাকি একজন এখনও পলাতক। ছাত্রীর দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তার রিপোর্ট পেলে ছাত্রীটি ধর্ষিত হয়েছিল কি না, পুলিশ সে ব্যাপারে নিশ্চিত হবে।
চার বছর আগে এই মৈনপুরী থেকে ১১৪ কিলোমিটার দূরে অনেকটা একই ধরনের ঘটনা ঘটেছিল। ওই সময় দুই বোনকে গর্ণধর্ষণের পর খুন করে তাদের দেহগুলি গাছে ঝুঁলিয়ে দেওয়া হয়। দেশজুড়ে বিক্ষোভ হয়েছিল ওই ঘটনার প্রতিবাদে।
বিডি-প্রতিদিন/০৩ অক্টোবর, ২০১৮/মাহবুব