ইসরাইল আবারো সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে ইসরাইলের সবগুলো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়ার সেনারা। মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর দিয়েছে।
সিরিয়ার একটি সামিরক সূত্র জানায়, “আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের একটি ক্ষেপণাস্ত্র হামলা নস্যাৎ করে দিয়েছে এবং সব রকমের লক্ষ্য পূরণে বাধা দিয়েছে।”
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটার পোস্টে বলেছে, দামেস্ক বিমানবন্দরের কাছে সিরিয়ার সামরিক বাহিনী ইসরাইলের সাতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে কোনো হতাহেতর ঘটনা ঘটেনি এবং বিমানবন্দরেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তবে এ বিষয়ে এখনো ইসরাইলের সামরিক মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে ইসরাইলি বাহিনী দাবি করেছে, তাদের আয়রণ ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একটি রকেট ভূপাতিত করা হয়েছে। রকেটটি অধিকৃত গোলানের উত্তর অংশ লক্ষ্য করে ছোঁড়া হয় বলে ইসরাইল দাবি করেছে। তবে কোথা থেকে রকেটটি ছোঁড়া হয়েছে তা সামরিক বিবৃতিতে পরিষ্কার করা হয়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন