সংবিধান সংশোধন করতে কমিটি গঠনের প্রস্তাবের বিষয়ে মিয়ানমার সংসদে বুধবার ভোটাভুটি হয়েছে। সামরিক আইনপ্রণেতাদের জোর বিরোধিতা সত্ত্বেও প্রস্তাবটি পাশ হয়।
অং সান সুচি নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) গত জানুয়ারি ওই কমিটি গঠনের প্রস্তাব করে। ওই কমিটি ২০০৮ সালে সামরিক বাহিনীর খসড়াকৃত সংবিধান সংশোধনে ভূমিকা রাখবে। ওই খসড়াকে অগণতান্ত্রিক মনে করে সরকারে ক্ষমতাসীন এনএলডি।
সামরিক আইনপ্রণেতাদের রাজনীতি করার বিধান ওই খসড়াতে রাখা হয়েছে। খসড়া সংশোধন হলে তাদের রাজনীতিক ক্ষমতা হুমকির মুখে পড়তে পারে কিংবা একেবারে নিষিদ্ধ হতে পারে।
গত ২৯ জানুয়ারি কমিটি গঠনের প্রস্তাবে যখন প্রাথমিক পর্যায়ের ভোটাভুটি হয়েছিল তখন সামরিক আইনপ্রণেতারা নিরবে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। সূত্র: রেডিও ফ্রি এশিয়া
বিডি প্রতিদিন/ফারজানা